আপডেট : ২৯ June ২০১৯
গোপালগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বৃদ্ধা ও নবজাতকসহ দুইজন। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ও বেলা ১২টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের গেটের সামনে এসব দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা সাওয়ান বেগম (২৪), ছেলে সাকিব (৭) ও নার্গিস (২১)। নিহত মা ও ছেলের বাড়ী মুকুসুদপুরের ভাটপাড়া ও নার্গিসের বাড়ী বাগেরহাট জেলার মোল্লাহাটের ধানখালী গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সাওয়ান বেগম তার ছেলে সাকিবকে মুকসুদপুর কে, জি স্কুলে নিয়ে যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এদিকে, এ ঘটনায় এলাকাবাসী প্রায় ঘন্টাকাল ধরে মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ও,সি) মোস্তফা কামাল পাশা ও গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেন।
অপরদিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতক শিশুকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে হাসপাতাল গেটে তাদের বহনকারী ভ্যানকে মাটি বহনকারী একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলে মা নার্গিস বেগম নিহত হন। আহত হয় নবজাতক ও তার নানী শাফিয়া বেগম (৫২)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১