আপডেট : ২৯ June ২০১৯
সেমিফাইনালের আশা জিইয়ে রাখা পাকিস্তান আসর থেকে বিদায় নেওয়া আফগানদের মুখোমুখি হচ্ছে আজ। চলতি বিশ্বকাপের ৩৬তম ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তান। হেডিংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। আজ শনিবার হেডিংলিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। এবারের বিশ্বকাপে একটি ম্যাচেও জিততে পারেনি আফগানরা। তাই এই ম্যাচটিকে টুর্নামেন্টে মান বাঁচানোর ম্যাচ হিসেবেই ধরা হচ্ছে আফগানদের জন্য। অন্যদিকে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। কারণ হারলেই শেষ চারে উঠার স্বপ্ন ভঙ্গ হবে ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১