আপডেট : ২৮ June ২০১৯
উখিয়া সীমান্তের বিজিবির সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারী মোঃ নুর (২৭) নিহত হয়েছে। শুক্রবার ভোর রাত ৩ টার দিকে পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকায় টহলরত বালুখালীতে এ ঘটনা ঘটে। মোঃ নুর মংডু আকিয়াব এলাকার বাসিন্ধা নুরুল কবিরের ছেলে। বালুখালী বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর রাত ৩ টার দিকে নাফনদী পার হয়ে ৩/৪জন ইয়াবা কারবারী রহমতেরবিল এলাকায় পৌছলে টহলরত বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বলে। এসময় রোহিঙ্গারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে মোঃ নুর নিহত হলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। বালুখালী ক্যাম্পের হেড মাঝি ছফি উল্লাহ জানান, নিহত মোঃ নুর বালুখালী ক্যাম্প নং ১১ ব্লক নং সিতে বসবাস করেন। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মদ জানিয়েছেন গুলিবৃদ্ধ মোঃ নুরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ইয়াবা কারবারীদের গুলিতে দুইজন বিজিবি সদস্য আহত হয়েছে। তাদের কাছে থেকে স্বর্ণের আংটি, বাংলাদেশী টাকা, মোবাইল সেট পাওয়া গেছে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১