বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০১৯

হবিগঞ্জে ট্রাক-ম্যাক্সি সংঘর্ষ : নিহত ২

হবিগঞ্জে ট্রাক-ম্যাক্সি সংঘর্ষ উল্টে যাওয়া ট্রাক ছবি : বাংলাদেশের খবর


হবিগঞ্জের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন’র কাছে ট্রাক–ম্যাক্সি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ৩ জন।

আজ বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ট্রাকের হেলপার ও ম্যাক্সির চালক বলে ধারনা করা হচ্ছে । তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় ঘন্টখানে বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, চট্টগ্রামগামী ট্রাক ও হবিগঞ্জগামী ম্যাক্সি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে নিহত ২ জন - ট্রাকের হেলপার ও ম্যাক্সির চালক।

আহতের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১