বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০১৯

চান্দিনা ও দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪৫


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টামটা ও চান্দিনার বড় গোবিন্দপুরে ওই দুর্ঘটনাগুলি ঘটে।

জানাযায়, মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের টামটা এলাকায় ঢাকা থেকে কুমিল্লামুখি দ্রুতগামী রয়েল কোচ পরিবহনের যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই নারী যাত্রী নিহত হয় ও আহত হন আরো ১৫ যাত্রী। আহতদেরকে স্থানীয় ও কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন জেলার বুড়িচং উপজেলার সিতালীহর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী রৌশন আরা বেগম (৬০) এবং মুরাদনগর উপজেলার মামুন মিয়ার মেয়ে আনিকা(২২)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

একই দিনে অপর দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার বড় গোবিন্দপুর এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী তিশা বাসের বেপোরায়া গতির কারনে ব্রেকফেল হয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পরে যায়। এতে ৩০জন আহত হন। পরে আহতদের একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জের হেলাল মজুমদার।

প্রত্যক্ষদর্শী কাজী সোহেল জানায়, গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিলো। হঠাৎ দেখি ডান দিকের রোড ডিভাইডারের এর উপরে উঠে আবার বাম দিকে পরে যায়।

গাড়িতে থাকা এক যাত্রী জানান, ড্রাইভার খুব বাজে ভাবে এলিয়ে দুলিয়ে খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসার পর বেপোরায়া গতির কারনে কয়েকবার এক্সিডেন্ট হতে গিয়েও হয়নি, তারপরও তিনি গাড়ির স্পিড কমান নাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১