বাংলাদেশের খবর

আপডেট : ১৬ June ২০১৯

বিব্রত দুই সুপার হিরো


অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিগুলো হলিউড কাঁপানো। এ সিরিজের প্রত্যেকটি ছবি সুপারহিট হয়। সুপার হিরোভিত্তিক ছবিতে একই সঙ্গে বিশ্বের সব সুপার হিরোদের একসঙ্গে অ্যাকশন করতে দেখা যায়। ছোট থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ পর্যন্ত অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিগুলো দেখে নানাবিধ মন্তব্য করেন।

সম্প্রতি পর্দার বাইরে আয়রনম্যান তার ভক্তদের মাঝে বিব্রত একটি পরিস্থিতি সৃষ্টি করেন। ক্রিস ইভান অভিনয় করেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে। ইভানের ৩৮তম জন্মদিনে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় চরিত্র ‘আয়রনম্যান’। একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্যাপ্টেন আমেরিকার গালে চুমু দিচ্ছেন আয়রনম্যান চরিত্রের অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।

টুইটারে এটি সিনেমার একটি দৃশ্যের জিআইএফ ফরম্যাটের ছবি পোস্ট করে রবার্ট রিখেছেন, ‘শুভ জন্মদিন আমেরিকার...। এই পৃথিবী একটি উত্তম স্থান এবং আমি তোমার গালে একটা চুমু দেওয়ার ঋণে আছি’। এই কৌতুকপূর্ণ শুভেচ্ছাজ্ঞাপন আসলে আয়রনম্যানের হূদ্যতাপূর্ণ হ‍ৃদয়ের জানান দেয়।

তবে ক্যাপ্টেন আমেরিকা যে কেবল আয়রনম্যানই শুভেচ্ছা জানিয়েছেন তা নয়। হাল্ক চরিত্রের মার্ক রুফালো দারুণ একটি বার্তা দিয়েছেন। বলেছেন, ‘তোমাকে ভালোবাসি ভাই। যখনই দরকার তখনই পাশে থাকব’। এ বার্তার সঙ্গে তিনি মুভি সেটে তোলা দুজনের একটা সেলফি পোস্ট করেছেন। জবাবে ক্রিস ইভান একটি প্রশংসার সঙ্গে একটা সবুজ রঙের হূদয়ের ইমো দিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা দুই সুপার হিরোর সমালোচনায় মুখর হয়েছেন। অনেকেই বলেছেন গার্লফ্রেন্ড বাদ দিয়ে কেন বয়ফ্রেন্ডকে চুমু দিলেন, দরকার কী ছিল। এ রকম হরেক রকমের প্রশ্ন। সেসবে অবশ্য কান দিচ্ছেন না ‘আয়রনম্যান’ চরিত্রের অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ও ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রের ক্রিস ইভান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১