বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০১৯

পলাশে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু


নরসিংদীর পলাশে বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে বৃষ্টি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি আক্তার পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলা পাড়া গ্রামের খায়রুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে বৃষ্টির বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায়ই মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে পা পিছলে পড়ে যায়। কিছুক্ষন পর অচেতন অবস্থায় পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১