বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০১৯

ইকবাল খন্দকারের ‘ঈদ রঙ্গরস’


আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে রম্য অনুষ্ঠান ‘ঈদ রঙ্গরস’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, ইশতিয়াক নাসের, শাওন মজুমদার এবং মো. সোলায়মান।

অনুষ্ঠানে হাসি আর কৌতুকের ছলে উঠে এসেছে ঈদ-সংশ্লিষ্ট নানা অসঙ্গতির কথা। যেমন- অতিমাত্রায় কেনাকাটা, উপর্যুপরি সাজসজ্জা, জোরপূর্বক সালামি আদায় ইত্যাদি। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘ঈদ-আনন্দের সঙ্গে যারা নির্মল হাসি যোগ করতে চান, মূলত তাদের জন্যই এই অনুষ্ঠান। আশা করছি দর্শকদের কাছে দারুণ উপভোগ্য হবে অনুষ্ঠানটি।’

‘ঈদ রঙ্গরস’ প্রযোজনা করেছেন মনজুরুল হক মনজু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১