বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০১৯

এটিএম বুথের টাকা চুরি

জড়িত ‘হিডেন কোবরা’র সদস্যরা


ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় থলের বেড়াল বেরিয়ে পড়তে শুরু করেছে। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা হিডেন কোবরা নামে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াতচক্রের সদস্য। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে তারা একইভাবে জালিয়াতি করে ব্যাংকের বুথ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বাংলাদেশের মিশন শেষ করে তাদের ভারতে হানা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাংলাদেশের গোয়েন্দাদের ফাঁদে আটকে পড়ায় ভেস্তে যায় তাদের সব পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গোয়েন্দা সূত্র জানায়, জালিয়াতচক্র ‘টুপকিন’ নামে একটি ম্যালওয়ার ব্যবহার করে বুথের পুরো নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয়। ওই ব্যাংকের সার্ভার থেকে বুথ মেশিনের সমস্ত যোগাযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে তারা বুথ থেকে ইচ্ছেমত টাকা উত্তোলন করতে পারে। টাকা উত্তোলনের সময় ব্যাংকের কেন্দ্রীয় সার্ভার থেকে যে নির্দেশনা আসার কথা, সেটি তখন চক্রের সদস্যরাই দিয়ে থাকেন। গত ১ জুন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হওয়া এটিএম বুথ জালিয়াতচক্রের ৬ সদস্য ধরা পড়ার পর তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতরা সবাই ইউক্রেনের নাগরিক।

পুলিশ জানায়, তদন্তে নতুন যে পাঁচটি এটিএম বুথের সন্ধান পাওয়া গেছে, সেগুলো রাজধানীর র‍্যাডিসন হোটেল, কাকরাইল, রামপুরার ডিআইটি সড়ক ও নিকুঞ্জ এলাকার। গত ৩১ মে প্রথমে মধ্য বাড্ডার বুথ থেকে টাকা চুরি হয়। বাকি সব বুথে চুরি হয় পহেলা জুন। সব মিলিয়ে এখন পর্যন্ত সাড়ে ১৬ লাখ টাকা চুরি খবর পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, টাকা চুরির ঘটনায় জালিয়াতচক্রের দুটি গ্রুপ জড়িত ছিল বলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে জানা গেছে। ১ জুন সন্ধ্যায় খিলগাঁওয়ের তালতলা এলাকায় ডাচ্-বাংলার এটিএম বুথে ইউক্রেনের দুই নাগরিক টাকা চুরি করতে যান। তাদের একজন ধরা পড়লেও পালিয়ে যান আরেকজন। ওই দিন রাতেই রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ড্রিম হ্যাভেন থেকে ইউক্রেনের আরো পাঁচ নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তবে এই চক্রের এক সদস্য পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভ্যালেন্টাইন  সোকোলভস্কি (৩৭),  শেভচুক ওলেগ (৪৬),  ডেনিস ভিতোমেস্কি (২০), নাজারি  ভোজনক (১৯), সের্গেই ইউক্রেনেটজ (৩৩) ও ভালোদিমির ট্রুশিনিস্কি (৩৭)।

সূত্র জানায়, গত ৩০ মে বিকেলে তুর্কি এয়ারওয়েজের একটি বিমানে করে ইউক্রেন থেকে বাংলাদেশে আসেন সাত নাগরিক। পরদিনই ডাচ্-বাংলা ব্যাংকের মধ্য বাড্ডার দুটি বুথ থেকে ৪ লাখ টাকা চুরি করেন। ৬ জুন তাদের ভারতে যাওয়ার কথা ছিল। এই সাতজন ছাড়াও জালিয়াতচক্রে আর কারা আছে, তা শনাক্ত করতে ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বাংলাদেশে আসা এবং বেরিয়ে যাওয়া ইউক্রেনের সব নাগরিকের তথ্য পুলিশের বিশেষ শাখায় (এসবি) চাওয়া হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জালিয়াতচক্রের এই সদস্যরা ‘হিডেন কোবরা’ নামক একটি আন্তর্জাতিক চক্রের সদস্য।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ‘লেজারাস’ নামের যে চক্রটি জড়িত ছিল সেই চক্রের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, দেশের এটিএম বুথগুলোতে জালিয়াতচক্র হানা দিতে পারে, এমন তথ্য তারা আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থা থেকে আগেই জানতে পেরেছিলেন। সেই তথ্য তারা ব্যাংক কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১