বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০১৯

ঈদ ফেরত যাত্রীদের চরম দুর্ভোগ

গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, চালক আহত


ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঈদ ফেরত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সময় ইঞ্জিনের ত্রুটি সাময়িকভাবে সারাতে গিয়ে চালক সামান্য আহত হয়েছেন।

পরে টঙ্গী থেকে বিকল্প ইঞ্জিন এনে প্রায় পৌনে তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি গফরগাঁও ষ্টেশন ত্যাগ করে।

রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টায় ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও ষ্টেশনে আসার পর ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে আসার পর ফাতেমা নগর থেকেই ইঞ্জিনের সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু চালক নিজ দক্ষতায় ট্রেনটি গফরগাঁও ষ্টেশনে নিয়ে আসেন। ভিতরে রিজার্ভের হাওয়া বের হয়ে যাওয়ায় ইঞ্জিনটি অচল হয়ে এ অবস্থার সৃষ্টি হয়। এতে ঈদ ফেরত শতশত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। এ সময় ট্রেনের চালক(লোকোমুটিভ মাস্টার) এনায়েত হোসেন সাময়িকভাবে ত্রুটি সারতে গিয়ে ৱসামান্য আহত হন।

পরে টঙ্গী থেকে বিকল্প ইঞ্জিন এনে দুপুর ১২টা ৪৬ মিনিটে ট্রেনটি গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়।

চালক(লোকোমুটিভ মাস্টার) এনায়েত হোসেন বলেন, ফাতেমা নগর স্টেশন পার হওয়ার সময় থেকেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। কিছুটা ঝুকি নিয়েই ট্রেনটি গফরগাঁও  রেলওয়ে স্টেশনে নিয়ে এসেছি । সাময়িকভাবে ত্রুটি সারতে গিয়ে আমি আহত হয়েছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১