বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০১৯

পাহাড় কেটে ভবন নির্মাণের সময় দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত


রাঙ্গামাটি মহিলা কলেজ এলাকায় পাহাড়ের মাটি কেটে ভবনের নির্মাণের কাজ করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন।  আহত হয়েছে আরো দুইজন।  আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়েছে।  

নিহতরা হলেন- সেন্টু মিয়া (৪০), আঙ্গুর আলী (৬৫) ও পাপ্পু (৪০)।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি জাহিদুল হক রনি জানান, দুপুরে রাঙ্গমাটি সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেঁষে পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের কাজ করতে গিয়ে উপর থেকে মাটি পড়ে চাপা পড়েন নির্মাণ শ্রমিকরা। পরে পাঁচ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌর কমিশনার আব্দুল করিম জানান, ওই স্থানে ১১ জন শ্রমিক কাজ করছিলো। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ৩ অক্টোবর রাঙ্গামাটিতে সরকারি মহিলা কলেজ এলাকায় দ্বিতল ভবনে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১