আপডেট : ৩১ May ২০১৯
যাত্রার শুরু থেকেই স্মার্টফোন ঘিরে ব্যবহারকারীদের আগ্রহ আর চাহিদার বিষয়টি বিবেচনা করে কাজ করে চলেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি সূক্ষ্ম বিষয়ে নিখুঁত মান, শৈল্পিক দিক এবং অনন্যতা নিশ্চিত করার বিষয়টি নতুন করে তুলে ধরতেই সম্প্রতি লোগো ও ব্র্যান্ড আইডেন্টিটি পরিবর্তন করল স্মার্টফোন ব্র্যান্ড অপো। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিউইয়র্ক ভিত্তিক ডিজাইন প্রতিষ্ঠান পেন্টাগ্রামের বিখ্যাত ডিজাইনার এডি ওপারার সহযোগিতায় নতুন ব্র্যান্ড পরিচিতি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় তৈরি অপোর নতুন ব্র্যান্ড আইডেন্টিটিতে ফুটে উঠেছে যাত্রা শুরুর দিন থেকে বর্তমান পর্যন্ত অপোর বিবর্তন, প্রবৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য। সদ্য প্রকাশিত নতুন ব্র্যান্ড ইমেজারি অনুসারে অপো নিয়ে এসেছে দেখতে বেশ সরল ও ভারসাম্যপূর্ণ একটি লোগো। এ ছাড়া প্রকাশিত ব্র্যান্ড ইমেজারিতে রয়েছে নতুন কালার ও ভিজ্যুয়াল লেআউট সিস্টেম। প্রথমবারের মতো অপো নিয়ে এসেছে তাদের নিজস্ব ফন্ট ‘অপো সান্স’। বিশ্বজুড়ে বৈচিত্র্যময় সব বাজারে প্রবেশ আর অভাবনীয় প্রবৃদ্ধির বিষয়টি দারুণভাবে উঠে এসেছে অপোর নতুন এই ব্র্যান্ড পরিচিত তৈরিতে। সৃষ্টিশীলতা ও উদ্ভাবনে নিজেদের অবস্থান অটুট রাখতেই অপো তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে যুক্ত করেছে ‘অপো রেনো’ সিরিজ। ব্যবহারকারীদের মননশীলতা বাস্তবে রূপ দিতে সহায়ক করে প্রস্তুত করা রেনো সিরিজ বিশেষ করে সৃষ্টিশীল তরুণদের মাঝে নিজেদের ক্রিয়েটিভিটি বাস্তবে রূপ দিতে ও অপ্রকাশিত সৌন্দর্যকে প্রকাশে এক নতুন ট্রেন্ডের জন্ম দেবে। অপোর ক্রিয়েটিভ ভিশনের সংক্ষিপ্ত নিদর্শন এই রেনো সিরিজটি বাংলাদেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আগামী দশ বছর রাজত্ব করবে বলে আশা করছে অপো। এই ভিশনের সঙ্গে মিল রেখে ‘আই অ্যাম রেনো’ শিরোনামে ব্র্যান্ড ক্যাম্পেইন শুরু করেছে। এ ক্যাম্পেইনে উঠে এসেছে নতুন পণ্য ধারণা, ডিজাইন ফিলোসফি এবং অভিনব যোগাযোগ মডেল। ‘আই অ্যাম রেনো’ প্রচারণার অংশ হিসেবে ক্রিয়েটিভিটির শক্তি প্রকাশে অপো বিশ্বজুড়ে বিখ্যাত সব শিল্পীর সঙ্গে তৈরি করেছে দারুণ কিছু আর্ট। বিশ্বজুড়ে সবার জন্যে একক প্রোডাক্ট সিরিজ নিয়ে আসার অংশ হিসেবে ডিজাইন করা রেনো পাওয়া যাবে অপোর উপস্থিতি আছে এমন সব দেশেই। চায়না ও ইউরোপের বাজারে নিয়ে আসার পরপরই বিপুল সাড়া ফেলে দেওয়া অপো রেনো শিগগির আসছে বাংলাদেশে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১