বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০১৯

বাগেরহাটে বাস চাপায় নানী-নাতী নিহত

বাস চাপায় নানী-নাতী নিহত হলে বাগেরহাট- খুলনা সড়কের দশানী-বাদামতলা এলাকা যানচলাচল বন্ধ থাকে ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাটে বাস চাপায় নানী-নাতী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে বাগেরহাট- খুলনা সড়কের দশানী-বাদামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, রামপাল উপজেলার গিলাতলা এলাকার আজম খানের ছেলে মেয়ে রানী খাতুন (০৬) ও তার নানী সদর উপজেলার ডেমা গ্রামের তপেন শেখের স্ত্রী মনা বেগম (৪৮)।

পত্যক্ষদর্শী জানায়, সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ওসি মো. মাহতাব উদ্দিন জানান, খুলনা থেকে বরিশালের উদেশ্যে ছেড়ে আসা দ্রুতগামি একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে এসে রাস্তা পার হতে থাকা নানী-নাতীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা অব্যহত রেখেছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১