বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৯

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু প্রতীকী ছবি


চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ রেল স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী দীর্ঘদিন রেলওয়ে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো। সোমবার বিকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি হাজীগঞ্জ এলাকায় অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়।

চাঁদপুর রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ বলেন, হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীল বাদী হয়ে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১