বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০১৯

পীরগঞ্জে আখিরা নদীর খনন কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব


রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা নদী খননের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম । আজ শনিবার দিনভর উপজেলার বালুয়াবন্দরের কফিল উদ্দিন ব্রীজ, কুমেদপুরের ত্রিমোহনি, ভেন্ডাবাড়ি, পৌরসভার বড়বিলা ও চতরাসহ বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার আখিরা নদীর কুমেদপুর রসুলপুর থেকে পলাশবাড়ি-সাদুল্ল্যাপুরের সীমানা পর্যন্ত ৩৫ কিলোমিটারে ৩টি প্যাকেজে খনন কাজ শুরু হয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারা এন্টার প্রাইজ ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার, মেসার্স রাকিব ব্রাদাস ৩ কোটি ৭৭ লাখ ১২ কিলোমিটার, শহীদ ব্রাদার্স ৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার বরাদ্দ পেয়েছে হয়। এ খননে ১২মিটার দৈর্ঘ্য, ১২মিটার প্রস্থে, ৫ মিটার উচ্চতায় নদীর পাড়ে ঘাস, ফলজ, বনজ, ওষুধী গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন করা হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুম হলেও খনন কাজ যতটা সম্ভব এগিয়ে নিতে হবে। বর্ষার উত্তরকালে নভেম্ভর-ডিসেম্বর মাসে এ কাজ সম্পন্ন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ডেলটা প্লানের অংশ হিসেবে এ খনন কাজ চলছে।

তিনি বলেন, সারা দেশের ৬৪ জেলার ছোট নদ নদী খালে খনন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়া ন্যাচারাল ইকোসিস্টেম বা প্রাকৃতিক বৈচিত্র  ফিরে আসবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, নিবার্হী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুববার রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি সঞ্চয় কুমার মহন্ত সঙ্গে ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১