আপডেট : ২১ May ২০১৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কে ইটবাহী পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন জে.বি.এম. ব্রিকফিল্ডের কাছাকাছি এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোঃ নাঈম (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের বাড়ি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। এঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ আবু সায়েম (১৮) ও তার ভাই মোঃ সিয়াম (১৪) ও পিকআপের চালক ও হেলপার সহ গুরুতর আহত হয়েছে ৬ জন। আহত বাকিদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করলে মোঃ নাইম মারা যায়। আহত মোঃ আবু সায়েম (১৮) ও তার ভাই মোঃ সিয়াম দুইজনের বাড়ি বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর গ্রামে। তাদের অবস্থার অবনতি তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১