বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০১৯

কুড়িগ্রামে তানিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও নার্সদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনের একাংশ ছবি : সংগৃহীত


কিশোরগঞ্জে চলন্ত বাসে স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারী খুনিদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ও নার্সদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ রোববার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় হাসপাতালে কর্মরত নার্সরাসহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম স্বানাপ-এর সভাপতি আম্বিয়া পারভীন, সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দিক, শেফালী রহমান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১