বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০১৯

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, কালিয়াকৈর উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকাল ১০টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পড়নে ছিল চেক লুঙ্গি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহত ওই যুবকের মাথা থেতলে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১