আপডেট : ০৯ May ২০১৯
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের হাতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত এ্যাম্বুলেন্স ও চাবী হস্তান্তর করছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। ২৯ লাখ ৫৬ হাজার ৩৯৫ টাকা মূল্যের ওই এ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, দৈনিক দিবারাত্রী সম্পাদক মো. আত্হার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল করিম শান্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১