আপডেট : ০৭ May ২০১৯
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম নিক্ষেপ করেছেন এক প্রতিবাদী তরুণী। সোমবার ক্যানবেরা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ ঘটনার শিকার হন মরিসন। খবর বিবিসির। আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে একটি নারী সংঘের অনুষ্ঠানে গিয়ে এমন ঘটনা ঘটল। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, নিক্ষিপ্ত ডিমটি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর মাথায় লাগলেও না ভেঙ্গে ছিটকে যায়। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করতে দেখা গেছে। তার বয়স ২৫ বছর বলে জানানো হয়েছে। মরিসন ডিম নিক্ষেপের এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১