আপডেট : ০৬ May ২০১৯
চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা ২.১৫ শতাংশ বেশি পাস করেছে। এছাড়া জিপিএ-৫-এ এগিয়ে আছে তারা। আজ সোমবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলের সার-সংক্ষেপ তুলে ধরেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ ছেলের চেয়ে জিপি-৫ প্রাপ্ত মেয়ের সংখ্যা ১ হাজার ৩৭৪ জন বেশি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ ছাত্র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১