বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৯

বিএনপি নেতা শিমুল বিশ্বাস জামিনে মুক্ত

বিএনপি নেতা শিমুল বিশ্বাস ফাইল ছবি


গ্রেফতার হাওয়ার ১৫ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। শিমুলের জামিন আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর আজ দুপুর সোয়া ১২টার দিকে তিনি নরসিংদী কারাগার থেকে বেরিয়ে আসেন।

বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বিএনপি প্রধানের বিশেষ সহকারী তার বিরুদ্ধে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

তিনি বলেন, শিমুল বিশ্বাস ৪৫০ দিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন অসুখে ভুগছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন খালেদা জিয়ার সাথে বকশিবাজারের বিশেষ আদালতে যান শিমুল বিশ্বাস। রায়ে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর আদালত এলাকা থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১