বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০১৯

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বকশীগঞ্জ-তারাটিয়া সড়কের ভাত খাওয়া এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোম‍ুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী সামিউল হক (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটর সাইকেলে থাকা জাহাঙ্গীর আলম (২৫)। নিহত সামিউল হক দেওয়ানগঞ্জের চর মাদার গ্রামের গোলাপ হোসেনের পুত্র। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক নিয়ে পালিয়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।

অপর দিকে জামালপুরের মাদারগঞ্জে বাস চাপায় স্বপ্না (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় শ্যামগঞ্জ কালিবাড়ী-মাদারগঞ্জ সড়কের গুনারিতলার মুসলিমাবাদ এলাকায়।

নিহত স্বপ্না গুনারীতলার মুসলিমাবাদের শিপন আকন্দের স্ত্রী। মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাস চালক পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ঢাকা থেকে মাদারগঞ্জগামী রাজিব পরিবহন গুনারিতলার মুসলিমাবাদ এলাকা অতিক্রম করার চাপা দিলে পথচারী স্বপ্না বেগম ঘটনাস্থলেই মারা যায়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১