বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০১৯

আসছে ঘূর্ণিঝড় ফণী, লক্ষ্মীপুরের উপকূলে মাইকিং


অতি প্রবল বেগে ঘূর্ণিঝড় ফণী উপকূলের দিকে এগিয়ে আসায় লক্ষ্মীপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মেঘনা উপকূলীয় এলাকার জনসাধারন, মেঘনায় অবস্থানরত জেলে ও নৌকাসহ সব ইঞ্জিনচালিত ট্রলারকে নিরাপদে সরিয়ে নিতে শুরু হয়েছে মাইকিং।

আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় মাইকিং করে জনসাধরণকে সতর্ক করতে দেখা যায়।

লক্ষ্মীপুরে ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ঝূঁকিতে থাকা মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে ১০০টি আশ্রয়ন কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মজুদ করা হচ্ছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটি বাতিল করে তাদেরকে কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি কন্টোল রুম খোলা হয়েছে।

এছাড়া রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডসহ আইনশৃংখলা বাহিনীকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১