বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৯

সখীপুরে অভিনব কায়দায় প্রতারণা

সখীপুরে নারী প্রতারক আটক


টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে প্রতারণা করে স্বর্ণালংকার চুরির অভিযোগে আর্জিনা আক্তার(৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। চুরি করা স্বর্ণালংকার নিয়ে রোববার সকাল ১১টার দিকে উপজেলার কালিয়ান বাজারে পৌঁছলে প্রতারণার শিকার এক ব্যক্তি তাকে চিনে ফেলে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

এ সময় তার কাছ থেকে রতনপুর গ্রামের লাভলী বেগমের চুরি যাওয়া দেড় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

প্রতারক আর্জিনা সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেরিখোলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। আটকের পর ইউপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতারণার শিকার ব্যাক্তিরা থানায় এসে ভীর করেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে রতনপুর গ্রামের রফিক মিয়ার স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। এ পর্যন্ত ওই নারী প্রতারকের বিরুদ্ধে থানায় আরো তিনটি লিখিত অভিযোগ হয়েছে। আর্জিনাকে চারদিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আর্জিনা নিজেকে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়িতে গ্রাম্য কেন্দ্র করা হবে এবং ২০ সদস্যের কমিটির মধ্যে ওই বাড়ির চারজনকে চাকরি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এরপর তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে বাড়ি থেকে সরিয়ে বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে আর্জিনা অপকর্মের কথা স্বীকার করেছেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১