বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৯

চাঁদপুরে মেঘনায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহর রক্ষা বাধের মোলহেড এলাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ বৃদ্ধের লাশটি চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে।

স্থানীয় লোকজন জানায়, সকালে শহর রক্ষাবাধের মোলহেড এলাকার মেঘনার নদীর প্রবেশ মুখে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন প্রথমে নৌ পুলিশকে খবর দেয়া হয়।

এস আই ফজলুর রহমান জানান, আমরা খবর পেলে বড় স্টেশন মোলহেড থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশটির দেখে মনে হয়েছে কয়েকদিন ধরেই নদীতে ভাসমান ছিলো। মুখের সাদা পাকা দাড়ি দেখে মনে হচ্ছে বয়স হবে ৭০ হবে।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশের বিষয়ে নৌ পুলিশ চাঁদপুর মডেল থানাকে অবহিত করে। তবে এখানো পর্যন্ত কোনো নাম পরিচয় জানা যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১