আপডেট : ২৯ April ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ডগুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাবের একটি দল। আটক ব্যক্তির নাম আবদুল কাদের। সে উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে সোমবার বিকেলে নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার এএসপি প্রণব কুমার। এর আগেও, সে কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিল। তিনি জানান, রোববার দিবাগত রাতে বেরলা গ্রামের আবদুল কাদেরের(৫৩) বাড়িতে একটি চক্র মাদক কেনা-বেচা করছে-এমন খবর পেয়ে রাত সোয়া ৩টায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাড়ির রান্নাঘর থেকে একটি বিদেশি০ পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১