বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৯

বাগেরহাটে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন


বাগেরহাটে  তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে ওষ্ঠাগত। কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।

এদিকে সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য মানুষ ছুটছে গাছের ছায়াতলে। শিশু থেকে বয়স্করা ঝাপ দিচ্ছেন পুকুরের পানিতে। বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানেও ভিড় করছেন তারা।

রিক্সা চালক মোতাহার হোসেন বলেন, প্রচণ্ড গরম আর রোদের কারণে রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে। সেই সঙ্গে কোনো যাত্রীও মিলছে না। তারপরও পেটের দায়ে রিকশা চালাচ্ছি।

ভ্যান চালক আবু তাহের বলেন, প্রচণ্ড রোদ আ গরমে ভ্যান চালিয়ে এসে হাপিয়ে উঠেছি। শুধু পানির পিপাসা লাগছে। আর ছায়া জায়গায় থাকতে ইচ্ছা করছে। কিন্তু পেটের দায়ে রাস্তায় বের হতে বাধ্য হচ্ছি।

সাবেক ছাত্র নেতা শেখ আজমল হোসেন বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ গরম অনেক বেশি। গরমে রাস্তাঘাট এক প্রকার ফাঁকা। যাদের জরুরি প্রয়োজন তারা ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী বলেন, প্রচণ্ড গরমে স্যালাইনের সঙ্গে প্রচুর পরিমাণের বিশুদ্ধ খাবার পানি আর ঠাণ্ডা ও ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১