আপডেট : ২৯ April ২০১৯
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬নং কাঁকৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর নুর মোহাম্মদ এর বিরুদ্ধে আনস্থার প্রস্তাব এনে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ প্রদান করেছে পরিষদের ১০ জন ইউপি সদস্য। চেয়ানম্যানকে অপসারনের দাবী জানিয়ে তার রিরুদ্ধে নানা অনিয়মের কথা উল্লেখ করা হয় অভিযোগ পত্রে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে সেচ্ছারিতা, দূর্নীতি, অর্থ আত্মসাৎ, ইউপি মেম্বারদের মুল্যায়ন না করা, নিজ ইচ্ছায় প্রকল্প দাখিল করাসহ নানা বিষয় উল্লেখ করেন ইউপি সদস্যরা। টি,আর,কাবিখা,কাবিটা কোন প্রকল্পেই সদস্যগনকে যুক্ত না করে ইউপি সচিব মজিবুর রহমানের পরামর্শে তিনি একক সিদ্ধান্ত নিয়ে এসব কাজ করে থাকেন। তারা আরো উল্লেখ করেন এসকল অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে নানাভাবে হুমকী-ধমকী প্রদর্শণ করে থাকে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মীর নুর মোহাম্মদ এর কাছে বহুবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ইউপি সচিব মজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যান কয়েক ধরে অসুস্থ আছেন। ফোনটি সম্ভবত এই জন্যই বন্ধ থাকতে পারে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, আমি ছুটিতে আছি শুনেছি একটি অভিযোগ আমার দপ্তরে জমা হয়েছে এসে দেখবো অভিযোগের সত্যতা থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে প্রকাশ, পরিষদের মেয়াদকাল ৩বছরের অধিক সময় হলেও অভিযুক্ত চেয়ারম্যান ইউপি সদস্যদেরকে কোন মিটিংয়ে ডাকেন না। কোন প্রকল্প তৈরী করতে হলেও তাদের কোন পরামর্শ আমলে নেন না। এ যাবৎ সদস্যদেরকে কোন সম্মানিভাতাও প্রদান করা হয়নি। খেয়াঘাট, পরিষদের আয়ের ১৭লক্ষ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। এছাড়াও এডিপির বরাদ্ধকৃত টিউবওয়েল তিনি তার আত্বীয়স্বজনদের মাঝে বন্টনের পায়তারা চালিয়ে যাচ্ছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১