বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০১৯

শাহজাদপুরে অপহরণের ৭ দিন পর কিশোরী উদ্ধার


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরজনা ইউনিয়নের বড়বাচড়া গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর মেয়ে খাদিজা খাতুন (১৬) কে অপহরণের ৭ দিন পর আজ শুক্রবার দুপুরে উপজেলার বিসিক বাসস্ট্যন্ড এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে অপহরণের সাথে জড়িত ৬ আসামী এখনও পলাতক রয়েছে।

শাহজাদপুর থানার এসআই শাহজাহান বলেন, গত ১২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার পৌরজনা ইউনিয়নের বড় বাচড়া গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর মেয়ে খাদিজা খাতুন (১৬) অপহরণ করা হয়েছে মর্মে গত ১৭ এপ্রিল বুধবার আব্দুর রশিদ বাদী হয়ে একই গ্রামের ৬ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ মামলার সূত্র ধরে তাকে আজ শুক্রবার সকালে শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা গেলেও আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১