বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০১৯

কলমাকান্দায় পারিবারিক সাইলো বিতরণ 


নেত্রকোনার কলমাকান্দায় আধুনিক খাদ্য সংরক্ষণগার প্রকল্পের আওতায়  ১০০ জন কৃষক পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায়  উপজেলা  প্রশাসনের আয়োজনে খাদ্য  মন্ত্রণালয়ের খাদ্য অধিদফতরের সহযোগিতায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানু মজুমদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. জাকির হোসেন।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া'র  সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো.ফখরুল ইসলাম ফিরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস,  উপজেলা কৃষি  কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ইদ্রীস আলী তালুকদার, উপজেলা খাদ্য কর্মকর্তা, ইউপি'র চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ ও মোছা: তাহেরা খাতুন প্রমুখ।

পর্যায়ক্রমে  উপজেলার ৮ ইউনিয়নের আধুনিক খাদ্য সংরক্ষণগার প্রকল্পের আওতায়  ৭৯৫৯ জন কৃষক পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ করা হবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১