আপডেট : ০৬ April ২০১৯
লক্ষ্মীপুর জেলার রায়পুরে খেলা করতে গিয়ে রেলিংবিহীন ছাদ থেকে পড়ে অনিকা (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের আদম ব্যবসায়ী গাজি মাহমুদ কামালের মালিকানাধীন গাজি কমপ্লেক্সের ১২ তলা ভবনে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহত শিশু অনিকা রায়পুরের নতুনবাজার এলাকার ব্যবসায়ী নেয়ামত মিয়া কন্যা। এঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিয়েছেন বলে স্বজনরা জানান। শিশুর পরিবারে শোকের মাতম বইছে। নিহত শিশুর পিতা নেয়ামত জানান, গাজি কমপ্লেক্সের ৬ তলায় আমার শ্বশুর ব্যবসায়ী মোঃ শরীফ হোসেনের ফ্ল্যাট রয়েছে। কয়েকবার ভবন মালিক গাজি কামালকে ছাদের চারপাশে রেলিং করে দিতে বলা হয়েছিলো। কিন্তু তিনি শুনেননি। শনিবার দুপুরে শিশু অনিকা তার মায়ের সাথে ওই ভবনে নানা-নানিকে দেখতে যান। এক ফাঁকে সকলের অগোচরে অনিকা খেলা করতে গিয়ে নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গাজি মাহমুদ কামাল বলেন, ব্যস্ততার কারনে ভবনের ফ্ল্যাটের রেলিং করা হয়নি । দ্রুত রেলিংয়ের ব্যবস্থা করা হবে। শিশুটির মৃত্যুতে তার পরিবারের সাথে আমিও শোকাহত। রায়পুর থানার ওসি (তদন্ত) সোলাইমান বলেন- শিশুটির মৃত্যুতে আমরাও শোকাহত। এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ আসেনি। আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১