বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০১৯

শর্টসার্কিটের আগুনে কপাল পুড়ল প্রবাসির

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্থ প্রবাসী তাজুল ইসলামের বসত ঘর ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরে হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে একটি বসত ঘর নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁইয়েছেন প্রবাসি।

আজ শুক্রবার সকাল সোয়া নয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫নং সদর ইউনিয়নের সিদলা গ্রামের হাজী বাড়ির মৃত আসাদ আলীর ছেলে তাজুল ইসলামের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী দীপক সরকার জানান, সকাল সোয়া নয়টায় ওই ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ঘরটি সম্পুর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল। হাজী বাড়ীর জামালউদ্দিন জানান, আগুনে ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

একমাত্র থাকার ঘর ও প্রয়োজনীয় মূলবান জিনিসপত্র আগুনে হারিয়ে শোকে মুহ্যমান পরিবারটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১