বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০১৯

দেশ ও দশের গল্প

মাটি ও মানুষের কথাকাব্য


বাংলাদেশের কথাসাহিত্যে ভাষা, চরিত্র এবং এর বিষয়-প্রকরণ নিয়ে যে অল্প কয়েকজন কথাসাহিত্যিক নিরীক্ষা চালিয়েছেন, তাঁদেরই একজন কবি ও কথাশিল্পী আবুবকর সিদ্দিক। বিরলপ্রজ অথচ সময়ের সহচর সাম্প্রতিক ও একই সঙ্গে চিরকালীন আবেদনের চিহ্ন স্বাক্ষরিত ঋদ্ধ কথাসাহিত্যের অনন্য রূপকার আবুবকর সিদ্দিক তাঁর নিরীক্ষার শেকড় প্রোথিত করেছেন প্রধানত দলিত ব্রাত্যজনকে নিয়ে। সেই সাবল্টার্ন সমাজের ভিন্নতর প্রকাশ দেখতে পাই আবুবকর সিদ্দিকের গল্পগুলোর ভিতরে। তেমনি কিছু গল্পের সমাহার ঘটেছে তাঁর ‘দেশ ও দশের গল্প’ গ্রন্থে।
বাংলা গল্পের মুক্তি তার সমাজমনস্কতায়। এ দেশের বহুধা জটিল ও স্তরে স্তরে দ্বন্দ্বমান জীবনযাপন নিয়ে এখনো অনাগত দিনগুলোর জন্যে অনেক গল্প-উপন্যাস লেখার রয়েছে। এখনো কোনো গল্প, কোনো চরিত্র অথবা কোনো সংলাপ বাসি হয়ে যায়নি। সমাজদেহে নিত্যনতুন উপসর্গ-অনুসর্গ যুক্ত হচ্ছে। অর্থনীতির ও রাজনীতির সার্বক্ষণিক পাকচক্রের সঙ্গে মোকাবেলারত মানুষগুলো আপাতত গৎবাঁধা একঘেয়ে; কিন্তু অবচেতন সত্তায় ডাইন্যামিক। তাদের জীবনের গল্প আদিমুখে একমেটে লাগলেও পরিণামমুখে অফুরন্ত সম্ভাবনাময়। কাজেই এখনো পর্যন্ত এটাই ঐতিহাসিক সত্য, বাংলাদেশের মানুষের গল্প ফুরিয়ে যাওয়ার নয়। শক্তিমান কলমের স্পর্শে তার শিল্পরূপ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। আবুববকর সিদ্দিকের গল্পগুলো পাঠকের সেই প্রত্যয়কে বাড়িয়ে দেয় অনেকখানি।
‘দেশ ও দশের গল্প’ গ্রন্থে মোট ১০টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো বাংলাদেশের দুই সংস্কৃতিকে লালন করছে; এক— এ দেশের হলুদ রাজনীতির খোলনলচে লেখক তুলে ধরেছেন তাঁর তেজস্বী কলমে এবং দুই আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত কয়েকটি গল্পও বইটিতে স্থান করে নিয়েছে। একদিকে নকশাল রাজনীতির পোড় খাওয়া কমরেড, তার পাশেই আবার ভুয়া মুক্তিযোদ্ধার ঘর গুছিয়ে নেয়ার আয়োজন, আবার অন্যদিকে দেখি একেবারে হাল রাজনীতিতে ভুয়া গণতন্ত্র কায়েমের আত্মপ্রসাদ; বাংলাদেশি রাজনীতির এইসব নখরাবাজি ক্ষমাহীন শ্লেষের ভাষায় তুলে ধরা হয়েছে। আবার মুক্তিযুদ্ধের গল্পগুলোতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ওই সময় এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের অবস্থা ও অবস্থান প্রকাশ করেন লেখক দেশপ্রেমী মানুষের দৃষ্টি ও সত্তার ভেতর দিয়ে। তবে এখানে বলে রাখা আবশ্যক, মাটি ও মানুষের কথাকার আবুবকর সিদ্দিক বিভিন্ন সময়ে লেখা তাঁর এ গল্পগুলোতে ভিন্ন ভিন্ন বানানরীতি প্রয়োগ করেছেন। এটি সম্পূর্ণ লেখকের নিজস্বতা।
বাংলাদেশের কথাসাহিত্যে বিষয় নির্বাচনে, বিচরণে এমনকি ভূগোলে— সব মিলিয়ে একটা বিশাল ক্যানভাসে কাজ করেছেন লেখক। এ কথা বলেই শেষ করতে পারি আবুবকর সিদ্দিকের গল্পসমূহ তাৎক্ষণিক পঠনসুখ জুগিয়ে হারিয়ে ফুরিয়ে যাওয়ার জন্যে আসেনি। বাংলা কথাসাহিত্যের ক্লাসিক তালিকাভুক্ত হয়ে থাকবে তাঁর বেশকিছু গল্প। আবুবকর সিদ্দিকের গল্পের বিষয়, ভাষাভঙ্গি ও অন্তর্বুনন বাংলা সাহিত্যের এক অসামান্য নিদর্শন। বাংলাদেশের যে ক’জন মুষ্টিমেয় দায়বদ্ধ জীবনশিল্পী কথাকার আছেন, আবুবকর সিদ্দিক তাঁদের শীর্ষ তালিকাভুক্ত। আর সবচেয়ে স্বস্তির বিষয় এই যে, তত্ত্ব এবং আদর্শ কখনো তাঁর শিল্পমেধার ওপর প্রাধান্য বিস্তার করেনি। দেশ ও দশের গল্প পাঠে পাঠক তার প্রমাণ পাবেন, এ কথা বলা যায় নির্দ্বিধায়।

দেশ ও দশের গল্প
আবুবকর সিদ্দিক
অনুভব
২৫০ টাকা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১