বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০১৯

রমজানে পানির সংকট হবে না : ওয়াসা


আসন্ন শুষ্ক মৌসুম ও রমজান মাসে রাজধানীতে পানির কোনো সংকট সৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছে  ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘সমস্যা সমাধানে আমরা প্রস্তুত।’

তিনি জানান, রমজান ও শুষ্ক মৌসুমে চাহিদা বেশি থাকার কারণে ঢাকার বাসিন্দারা পানি স্বল্পতায় পড়েন। এখানে পানির দৈনিক গড় চাহিদা ২৪৫ থেকে ২৫২ কোটি লিটার। ওয়াসা উৎপাদন করে প্রায় ২৫৫ কোটি লিটার,’ জানিয়ে তাকসিম বলেন, ‘তেঁতুলঝরা-ভাকুর্তা প্রকল্পটি চালু হলে উৎপাদন হবে ১৫ কোটি লিটার পানি।

তাসকিম এ খান বলেন, এখন ৭০ শতাংশ বস্তি নিরাপদ পানি পাচ্ছে এবং বাকিদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিষ্কার পানির আওতায় নিয়ে আসা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১