বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০১৯

এফআর টাওয়ারের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী


বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

ভবনটির ৯ তলায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে অনেকেই সেখানে আটকা পড়েছেন। আগুন থেকে বাঁচতে অনেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভেতরে বহু মানুষ আটকা পড়েছে। আগুন নেভানোর পাশাপাশি তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ভেতরে আনেক আহত মানুষ রয়েছে তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফআর টাওয়ারে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১