আপডেট : ২৮ March ২০১৯
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওসি মুহাম্মাদ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায়, জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বেশ কদিন ধরে ঝগড়া চলছিল। গতকাল বুধবার রাতে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাদি পক্ষের রানী বেগম (৩২) ও তার ছেলে আশাফুল (১৫) এবং বিবাদি পক্ষের রানী বেগমের ভাসুর মজিবর (৬২) -এর অবস্থা আশংকাজনক। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বিবাদি পক্ষের মজিবরের ছেলে আবু সাঈদ (৩৫) ও আবু সাঈদের স্ত্রী তাছলিমা খাতুন (২৫) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মাদ বদরুল আলম খান বলেন, এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১