বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০১৯

চুরি হওয়া শিশু ফিরল লাশ হয়ে

শিশু আব্দুল্লাহ ছবি : সংগৃহীত


অবশেষে খোঁজ পাওয়া গেল বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে চুরি যাওয়া আড়াই মাস বয়সি আব্দুল্লাহর। তবে শিশুটি আর বেঁচে নেই। সাত দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর লাশ হয়ে মায়ের কোলে ফিরেছে সে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা এলাকার আব্দুর রহমান শিকারীর ঘেরের টয়লেটের ট্যাংকের ভেতর থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুরি হওয়ার পর থেকে শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় পুলিশ। গত শনিবার রাজধানীর সায়েদাবাদ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম শিশু চুরির মূল হোতা হূদয় চাপরাশিকে আটক করে। হূদয় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া এলাকার মোয়াজ্জেম চাপরাশির ছেলে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জানান, শিশুটি চুরি হওয়ার খবর পাওয়ার পর থেকে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হূদয়সহ আটক সবাইকে আদালতে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও আটক করার চেষ্টা চলছে। এদিকে সন্তানের মরদেহ উদ্ধারের খবর শোনার পর থেকে অচেতন অবস্থায় রয়েছে আব্দুল্লাহর মা রেশমা বেগম। আব্দুল্লাহর বাবা সোহাগ হাওলাদার বলেন, আমার মতো আর কেউ যেন এমন পুত্রহারা না হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন সোহাগ ও রেশমা। সঙ্গে ছিল শিশু আব্দুল্লাহ ও দেড় বছর বয়সি মেয়ে সুমাইয়া। ভোর সাড়ে ৪টার দিকে তারা উঠে দেখেন আব্দুল্লাহ বিছানায় নেই। ঘরের দরজা-জানালা খোলা। সেই সঙ্গে সোহাগের মোবাইল ফোন ও চার্জারও নেই। বাড়ির সব জায়গায় খুঁজেও ছেলেকে না পেয়ে থানায় খবর দেন তারা। দুপুরে সোহাগের সেই মোবাইল ফোন থেকে কল দিয়ে তাদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ১৩ মার্চ গভীর রাতে হূদয়ের বাড়ি থেকে সোহাগের মোবাইলটি উদ্ধার করে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১