বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০১৯

পীরগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, আহত ৫


রংপুরের পীরগঞ্জে উপজেলায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট বন্দরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার রাতে শানেরহাট হাইস্কুল মাঠে ঘোড়া মার্কার প্রার্থী আলহাজ মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীরের নির্বাচনী পথসভায় প্রার্থী নিজেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে উস্কানীমুলক বক্তব্য দেওয়ায় এ ঘটনার সূত্রপাত ঘটে।  এ সময় আওয়ামী লীগের দলীয় সমর্থকেরা প্রতিবাদ করলে ঘোড়া ও নৌকা মার্কার সমার্থকদের মধ্যে সংঘর্ষ হয়।  পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- মোস্তফা কামাল বাবলু, তারাজুল ইসলাম, কাজী কবির হোসেন, আব্দুর রহিম প্রমুখ। বাবলু পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি আছে।

এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ থানায় ১৪জন আসামি করে মামলা করেছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১