বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০১৯

ষোড়শী আঁখি আলমগীর

আঁখি আলমগীর ছবি : সংগৃহীত


জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের গান মানেই নতুন কোনো বিনোদন। শিল্পীর নতুন কোনো রূপ। আগের সব রূপকে পেছনে ফেলে এবার সম্পূর্ণ নতুনভাবে নাচে-গানে ভরপুর গান নিয়ে আসছেন সুহাসিনী এ শিল্পী। আঁখির ভাষায়, থাকবে দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি চমক। এই চমক লুকিয়ে আছে নতুন গান ‘ল্যায়লা’তে।

নাচে-গানে ভরপুর ‘ল্যায়লা’তে আঁখি আলমগীর যেন ফিরে গিয়েছেন তার সেই ষোড়শীতে! নিজে নেচেছেন, নাচিয়েছেন কলকাতার একটি ডান্স গ্রুপকে। গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘অনেক দিন পর আমার নিজের একক গান নিয়ে আসছি। লম্বা বিরতি দিয়েছি বলেই পরিকল্পনা ও আয়োজন করে এই ভিডিওটি তৈরি করতে পেরেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকের সামনে।

এ গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি। ‘ল্যায়লা’ সম্পর্কে এমনটাই জানালেন আঁখি আলমগীর। আঁখি আলমগীরের ‘ল্যায়লা’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস), পৃষ্ঠপোষকতায় প্রাণআপ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে কলকাতার টিভিওয়ালা মিডিয়া, পরিচালনা করেছেন রাহুল ঘোষ।

আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে আঁখির ‘ল্যায়লা’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এ ছাড়া উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমায় ‘এত কেন সুন্দর তুমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এত কেন সুন্দর তুমি/প্রেম জাগে দু’চোখে/যদি ভালো না বাসো গো/পৌঁছাব দোযখে- এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সঙ্গীতায়োজন করেছেন শাহারিয়ার রাফাত।

বাংলাদেশে জনপ্রিয় ধারার গান গেয়ে পরিচিতি পেয়েছেন শিল্পী আঁখি আলমগীর। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। শুরুতে ক্লাসিক্যাল শিখলেও দর্শকপ্রিয়তার কথা ভেবেই জনপ্রিয় ধারার গান করেন তিনি। তার পড়াশোনা আইন নিয়ে হলেও কখন পেশাদার শিল্পী হয়ে গেলেন টেরও পাননি। এ ছাড়া গানের পাশাপাশি শিল্পী হিসেবে মডেলিং ও উপস্থাপনাও করেছেন। বর্তমানে নানা ধরনের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যে দুই মেয়ে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন দায়িত্বের সঙ্গে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১