বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় চাঁসক ছাত্র নিহত

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁসক ছাত্র মোর্শেদ আল বাকী ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দূর্ঘটনায় চাঁদপুর সরকারী কলেজের (চাঁসক) অনার্স ৩য় বর্ষের ছাত্র মোর্শেদ আলম বাকী (২২) নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার সময় জেলার শাহরাস্তি উপজেলা থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে আসার পতে শাহরাস্তির উয়ারুক রেল ক্রসিং এলাকায় ভ্যানগাড়ীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয় বাকী।

নিহত বাকী হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের তালুকদার বাড়ীর মোস্তফা কামালের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে মোর্শেদআলম বাকী সবার বড়।

নিহত বাকির খালাতো ভাই ডা. আরিফ জানান, নিহতের ঘটনা শুনে ঘটনাস্থল থেকে শাহরাস্তি থানা মৃতদেহ উদ্ধার করেছে। সকালে আমরা থানা থেকে লাশগ্রহণ করেছি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম (এলএলবি) জানান, মোটরসাইকেলে অতিরিক্ত গতি ও মাথায় হেলমেট না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১