বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

মুন্সীগঞ্জে বাস চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত


ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দেরবাড়ি এলাকায় যাত্রীবোঝাই বাসের চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর আরেক শ্রমিক আহত হয়। সকাল ১০ টার দিকে বিআরটিসি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রর হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়িতে ঢুকে গেলে চাপা পড়ে রহমান শেখ (৬৫) ও পরশ আলী দেওয়ান (৬০) নামে দুই শ্রমিক নিহত হন। এদের বাড়ি লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে।

লৌহজং থানার এসআই মো. বায়েজীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিসি পরিবহনের একটি বাস উপজেলার মাওয়া থেকে যাত্রীবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে চন্দেরবাড়ি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়ির ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই রহমান শেখ নামে এক নির্মাণ শ্রমিক মারা যান। আহত অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরশ আলী দেওয়ান নামে আরো এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: কাজী মাকসুদা।

অপর আরেক নির্মাণ শ্রমিককে আশংকা অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১