বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

সাঁথিয়ায় বিদ্যুতের লাইন নিয়ে সংঘর্ষ, নিহত ১


পাবনার সাঁথিয়ায় বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলাধীন রামচন্দ্রপুর গ্রামের মাহবুবুল হক স্থানীয় দোকানদার আলিমের বিদ্যুতের মিটার থেকে আজাহারের ছেলে মারুফের ধানের খোলায় লাইন দেয়ায় বিল বেশী আসে। এতে মাহবুবুল হক খান বিদ্যুতের লাইন কেটে দেয়ায় মারুফ ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে গত ৭ মার্চ বৃহস্পতিবার দুপরে আকবরের ২ ছেলে মনির হোসেন (৪০) ও আলিমকে মারপিট করে গুরুতর আহত করে।

আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহত মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেলারেল হাসপাতালে পাঠানো করা হয়। মনিরের অবস্থার আরো অবনতি ঘটলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১০টায় সে মারা যায়।

এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হলে থানা পুলিশ সেলিম রেজা(৩৩) ও শাহিন প্রামানিক(৫০), মাহবুবল হক(৬০)কে গ্রেফতার করেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১