বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

সানগ্লাস পরা খালেদাকে অসুস্থ মনে হয় না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ সংগৃহীত ছবি


তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া যেভাবে সানগ্লাস চোখে দিয়ে আদালতে হাজির হন, তাতে তাকে অসুস্থ বলে মনে হয় না। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে থেকে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা পাক-ভারতের ভারতের ইতিহাসে কোনো বন্দী পায়নি। অথচ রিজভী সাহেবেরা প্রতিদিন খালেদা জিয়াকে অসুস্থ বানান।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে পালিয়েছিলেন, আবার উপজেলা নির্বাচনে পালিয়েছেন। তাহলে তারা জনগণের কাছে কিভাবে যাবেন এবং থাকবেন? তাদেরকে জনগণ প্রত্যাখান করবে না তো যারা জনগণের সুখ-দুঃখে কাছে থাকে তাদের করবে?

নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই যন্ত্র ব্যবহার করা হলে সবকিছুই সহজ হয়। সময় বাঁচে। কিন্তু বিএনপি ও সমমনারা বলছে অন্যকথা। তারা ইভিএম নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১