বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২টি বসত ঘর পুড়ে ছাই

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২টি বসতঘর পুড়ে ছাই ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সদরের ননী খলিফার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় আগুনে ঘরের মধ্যে থাকা সকল আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি দাবী করছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ব্রাহ্মণপাড়া রশীদ মার্কেটের দক্ষিণ পাশের ননী খলিফার বাড়ির সুনিল বনিকের ছেলে সঞ্জিব বনিকের বসত ঘরে বিদ্যুতের তার থেকে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে পাশের ঘরের লোকজন আগুন দেখে চিৎকার করলে এলাকাবাসীর সহায়তায় ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপরি নিয়ন্ত্রনে আনে।

ঘরের মালিক এ প্রতিনিধিকে জানান, আমি এবং আমার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলাম না। সকালে আমি জানতে পারি আমার বসত ঘরে আগুন লেগেছে। তখন এলাকাবাসীর সহায়তায় আগুন নিভানোর চেষ্টা চলছিল। আমার ঘরের আলমারিতে থাকা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা, ৮ ভরী স্বর্ণ, ১টি ফ্রিজ, ঘরে থানা বিভিন্ন আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রান বাচানোর জন্য ঘর থেকে বাহিরে চলে আসি। পরিবারের বেঁচে থাকা জন্য আর কিছু রইলো না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১