বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০১৯

গানম্যান চান অর্ধশত এমপি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছবি : সংগৃহীত


নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেছেন প্রায় অর্ধশত সংসদ সদস্য। গানম্যান চাওয়ার এই তালিকায় আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, জাতীয় পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের এমপি সালমা ইসলামসহ আরো অনেকে। তবে তাদের গানম্যান দেওয়া হবে কি না এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানিয়েছে, তদন্ত করে কোনো এমপির থ্রেট থাকলে সেটা সক্রিয়ভাবে বিবেচনা করবে মন্ত্রণালয়। নিয়মানুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডিসি, এসপি ও সচিবরা গানম্যান পেলেও সংসদ সদস্যরা গানম্যান পান না। এর আগে একাধিকবার জাতীয় সংসদে এমপিরা নিজেদের নিরাপত্তার জন্য গানম্যান দাবি করলেও তাদের গানম্যান দেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন খুন হলে এমপিদের গানম্যান চাওয়ার হিড়িক পড়ে। কিন্তু তখনো এমপিদের গানম্যান দেয়নি সরকার।

এবার জাতীয় সংসদ নির্বাচনের পরই সংসদ উল্লিখিত ২ জনসহ অর্ধশত সংসদ সদস্য নিরাপত্তার কথা উল্লেখ করে গানম্যান চেয়েছেন। কেউ কেউ তাদের আবেদনপত্রে উল্লেখ করেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। এলাকায় বিভিন্ন সভা সমাবেশে আমাদের যোগ দিতে হয়। প্রকাশে হাটেবাজারে চলাফেরা করতে হয়। কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়?

এ ব্যাপারে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ( ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান বাংলাদেশের খবরকে বলেন, এমপিরা গানম্যান চেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনগুলো স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হবে। তারা তদন্ত করে দেখবে কোন এমপির কতটা থ্রেট আছে। সেটার ওপর নির্ভর করবে কে কে গানম্যান পেতে পারেন। আর তাছাড়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি এমপিদের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত আসে আমরা সেটা বাস্তবায়ন করব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা বাংলাদেশের খবরকে বলেন, সরকারের সীমাবদ্ধতা আছে। ৩০০ এমপিকে একযোগে গানম্যান দেওয়া সম্ভব নয়। তারপরও যে আবেদন জমা পড়েছে সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত সংসদে সংসদ সদস্যরা নিজেদের নিরাপত্তার জন্য গানম্যান প্রোটেকশন চেয়েছিলেন। তারা বলেন, মন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি, সরকারের সচিব, জেলার ডিসি গানম্যান পান। কিন্তু এই সংসদের আড়াইশ এমপির কোনো নিরাপত্তা নেই। কেউ নিরাপত্তা পাবে কেউ পাবে না-তা হবে না। সবাইকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে হবে। এ সময় সংসদে উপস্থিত এমপিরা টেবিল চাপড়ে তাদের সমর্থন জানান। সে সময় পয়েন্ট অব অর্ডারে এমপিদের নিরাপত্তার এ দাবি তোলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। কাজী ফিরোজ রশীদ বলেন, মাননীয় স্পিকার পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। মন্ত্রী ও মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের গানম্যান দেওয়া হয়। রাস্তায় চলাচলের সময় গাড়ি প্রোটেকশন পান। বড় বড় ব্যবসায়ীকে প্রোটেকশনের জন্য গানম্যান দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যারা সংসদ সদস্য, আমাদের নিরাপত্তা কোথায়? সংসদ সদস্যদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। মন্ত্রী এমপি সবাইকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে হবে।

মইন উদ্দীন খান বাদল বলেন, এমপিদের গানম্যান দেওয়া শুধু নিরাপত্তার বিষয় নয় এটা রাষ্ট্রাচার বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সেরও বিষয়। বঙ্গবন্ধুর আমলের আইন অনুযায়ী জনপ্রতিনিধির ওপর কোনো গণকর্মচারী থাকতে পারে না। কিন্তু এখন এরশাদ আমলের প্রিসিডেন্স চলছে। জেলার ডিসিরও গানম্যান আছে। সরকারের সচিবদেরও আছে। এফবিসিসিআইরও নেতা পয়সাওয়ালা ব্যবসায়ীদেরও আছে। কিন্তু এমপিদের কোনো প্রোটেকশন  নেই। তাদের ঘর-বাড়ির নিরাপত্তা আছে। কিন্তু তারা মসজিদে যাবে না সভা সমাবেশে যাবে না? সেখানে তাদের প্রোটেকশন কোথায়? তারা কি বাজার স্কুল-কলেজে যাবেন না। তাদের নিরাপত্তা কে দেবে? প্রোটেকশন শুধু নিরাপত্তার জন্য এটা রাষ্ট্রাচারেরও প্রশ্ন। তাহলে সবার নিরাপত্তা তুলে দেন। নিরাপত্তা কাউকে  দেবেন কাউকে দেবেন না-তা হবে না।

গানম্যানের আবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মাহবুবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, এসবির তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনকারীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। শুধু এমপি নয়-গানম্যানের জন্য দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আবেদন করে থাকেন। আবেদনের যৌক্তিকতা থাকলে অর্থাৎ সুনির্দিষ্ট কোনো থ্রেট থাকলে আবেদনকারীকে গানম্যান দেওয়ার সুপারিশ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১