আপডেট : ০৪ March ২০১৯
সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার সুতার গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত হয়েছেন অন্তত আটজন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার করিম সুপার মার্কেটের আনজীর অ্যাপারেলস সোয়েটার কারখানার সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় পাঁচতলা সোয়েটার কারখানার নিচ তলায় সুতার গোডাউনে ভয়াবহ আগুন লাগে। পরে সাভার, আশুলিয়ার ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রচণ্ড ধোয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। এখনো আগুন জ্বলছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আটজন আহত হয়েছেন। আশুলিয়া থানার ওসি রিজাউল হক দীপু জানান, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে স্থানীয় জনসাধারণ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১