বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৯

বগুড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ভূ-সম্পত্তি বিভাগের আওতাধীন বগুড়া রেল স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শহরের সেউজগাড়ী ও রেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে ছবি : বাংলাদেশের খবর


বগুড়ায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আজ রোববার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেন।

এসময় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা সহ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে রেললাইন পার্শ্বে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় এই অভিযান নিয়ে আগের মতোই প্রশ্ন তৈরী হয়েছে।

রেলওয়ে বগুড়ার ফিল্ড কানুনগো গোলাম নবী জানিয়েছেন, স্টেশনের সামনের এলাকা থেকে কামারগাড়ি পর্যন্ত ৯০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো জানান, রেলওয়ে আহুত দরপত্রে বরাদ্দ পাওয়া প্লট বুঝিয়ে দিতে এই উচ্ছেদ অভিযান চালান হয়। এর বাইরেও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান আরো একদিন চলবে বলে জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১