আপডেট : ০২ March ২০১৯
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ও যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন- বিল্লাল (৩৪)। তিনি বসুমতি পরিবহনের লাইনম্যানের কাজ করতেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ওসি সেলিম-উজ্জামান জানান, বিল্লাল গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়িচাপায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিল্লালকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১