আপডেট : ০২ March ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ মার্চ থেকে প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইতোমধ্যে দেয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ আছে দেয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা করা যাবে না। ছাত্রলীগের ভিপি প্রার্থীর রঙিন ছবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, মধুর ক্যান্টিন, গুরু দুয়ারা নানকশাহীসহ বিভিন্ন স্থানের দেয়ালে রঙিন ছবি লাগিয়ে প্রচারণা করতে দেখা গেছে। আচরণবিধি (৬) এর ‘ক’ এবং ‘খ’-তে স্পষ্ট বলা আছে, ‘কোনো প্রার্থী সাদা-কালো ছবি ছাড়া পোস্টারে রঙিন ছবি ব্যবহার করতে পারবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দাঁড়ানো বস্তুতে লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।’ এ বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা প্রক্টরকে অবহিত করেছি। প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, এটা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এখনো প্রচারণা শুরু হয়নি। কিন্তু তিনি রঙিন ছবি ব্যবহার করে পোস্টারিং করেছেন। আমরা রিটার্নিং অফিসারকে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রধান রিটার্নিং অফিসার এসএম মাহফুজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আচরণবিধি অনুসারে দেয়ালে পোস্টার লাগানো যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বিষয়টির দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, নির্বাচন কমিশন বিষয়টি আমাদের অবহিত করলে ব্যবস্থা নেব। তবে এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি এবং সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১